কিওয়ার্ড রিসার্চ কি? কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় সহজে জেনে নিন
কিওয়ার্ড রিসার্চ কি? – What is keyword research?
আপনি যদি একজন বাংলা ব্লগার হয়ে থাকেন, তাহলে আপনার জন্য কিওয়ার্ড রিসার্চ কি? কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়? এটি জানা অত্যন্ত জরুরী।
কারণ বাংলা ব্লগার সাইটগুলোতে আর্টিকেল লিখতে হলে সেই আর্টিকেলটি অবশ্যই কোন একটি কিওয়ার্ডের উপর নির্ভর করে লিখতে হয়।
এবং আপনারা যদি সঠিক কিওয়ার্ড এর উপর নির্ভর করে আর্টিকেল গুলো লিখতে না পারেন তাহলে সেগুলো গুগলে র্যাংক করতে অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকে।
আর এই ধরনের সমস্যাগুলোর সমাধান করতে হলে আপনাকে অবশ্যই কিওয়ার্ড রিসার্চ কি? এবং কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় এ বিষয়গুলি ভালোভাবে জানতে হবে।
আজকের এই আর্টিকেলটি মূলত কিওয়ার্ড রিসার্চ কি এবং কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় এ বিষয়ের উপর নির্ভর করে আর্টিকেলটি তৈরি করা।
আপনি যদি একজন বাংলা ব্লগার হয়ে থাকেন এবং কিবোর্ড রিসার্চ সম্পর্কে কোন অভিজ্ঞতা না থাকে তাহলে আপনার জন্য আজকের এই আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়া অত্যন্ত জরুরী।
আশা করছি এই আর্টিকেলটি যদি আপনি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে করতে পারেন তাহলে আপনি একজন অভিজ্ঞ কিওয়ার্ড রিসার্চার হতে পারবেন।চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেই কিওয়ার্ড রিসার্চ এর বিস্তারিত সম্পর্কে_

কিওয়ার্ড রিসার্চ কি?
কিওয়ার্ড রিসার্চ হলো এমন একটি সিস্টেম যেখানে ইন্টারনেট ব্যবহারকারীরা গুগল বা অন্য কোন সার্চ ইঞ্জিনে কি ধরনের শব্দ বাক্য বা প্রশ্ন সার্চ করে থাকে সেগুলোকে খুঁজে বের করা হয়।
সহজ ভাবে বললে, একজন সাধারণ মানুষ যখন তার চাহিদা মত ইন্টারনেটে কোনো তথ্য খুঁজে থাকে, সেই তথ্য খোঁজার জন্য সে যেগুলো শব্দ, বাক্যাংশ এবং প্রশ্ন ব্যবহার করে থাকে সেগুলোই হল কিওয়ার্ড।
আর সেই ছোট ছোট কিওয়ার্ড গুলো বিশ্লেষণ করে কোনটি আপনার কনটেন্ট এবং ব্যবসার জন্য সবচেয়ে বেশি লাভজনক হবে তা খুঁজে বের করার কাজকেই বলা হয় কিওয়ার্ড রিসার্চ।
উদাহরণ: যেমন ধরুন আপনি “অনলাইনে ব্যাবসা করার উপায়” এ বিষয়ের উপর নির্ভর করে একটি আর্টিকেল তৈরি করতে চান। এখন যদি আপনি কিওয়ার্ড রিসার্চ করেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন যে মানুষ এ বিষয়ের উপর কিভাবে অনলাইনে সার্চ করতেছে।
মানুষ যেভাবে সার্চ করতে পারে উদাহরণ: যেমন অনলাইনে ব্যবসা করার সহজ পদ্ধতি, অনলাইনে ব্যবসা করে কোটিপতি হওয়ার উপায়, অনলাইনে ব্যবসা করার কৌশল ইত্যাদি,
এগুলোর মধ্যে কোনটার সার্চ ভলিউম বেশি, কোনটার প্রতিযোগিতা কম এবং কোনটার মাধ্যমে ট্রাফিক পাওয়া সহজ হবে এই সকল ধারণাগুলো পাওয়াই হলো কিওয়ার্ড রিসার্চ এর আসল উদ্দেশ্য।
এই কিওয়ার্ড রিসার্চ শুধু SEO এবং ব্লগিংয়ের জন্য নয়, বরং ইউটিউব ভিডিও, ই-কমার্স প্রোডাক্ট এবং ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সঠিক কিওয়ার্ড নির্বাচন করে কনটেন্ট তৈরি করলে আপনার কনটেন্ট সহজেই গুগলের প্রথম পেজে র্যাংক করতে পারে, যার মাধ্যমে ভিজিটার বৃদ্ধি পাবে এবং ইনকামের সুযোগ ও বাড়বে।
কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়?
কিওয়ার্ড রিসার্চ করার জন্য সহজ সহজ অনেক পদ্ধতি রয়েছে, যেমন: আপনারা ফ্রী কিওয়ার্ড রিসার্চ টুলস ব্যবহার করার মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন।
এছাড়াও আপনি যদি সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ করতে চান তাহলে আপনাকে Google বা Chrome browser এর সার্চ বক্স থেকে কিওয়ার্ড বের করতে হবে।
সঠিক কিওয়ার্ড বের করার জন্য আপনাকে Google বা Chrome browser (open) করতে হবে, (open) করার পর আপনি যে বিষয়ের উপর আর্টিকেল তৈরি করতে চান সে বিষয়ের প্রথম একটি থেকে দুইটি শব্দ (word) টাইপ করতে হবে।
উদাহরণ: ধরুন আপনি “অনলাইন ইনকাম” এই বিষয়ের উপর একটি আর্টিকেল তৈরি করতে চাচ্ছেন, তার জন্য আপনাকে সার্চ বক্সে লিখতে হবে (অনলাইন থেকে টাকা) এই ধরনের ২-৩ শব্দ (word) টাইপ করতে পারেন।

আশা করছি উপরের দেওয়া ছবিটি থেকে আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন, আমি শুধু (অনলাইন থেকে টাকা) এই তিনটি শব্দ (word) টাইপ করেছি, টাইপ করার পর নিচের দিকে দেখা যাচ্ছে অনেকগুলো অপশন চলে এসেছে।
এই অপশন গুলো অটোমেটিক আসার কারণ হলো, সাধারণ মানুষ এই অপশনের লেখা গুলো সার্চ করতেছে এবং তাদের চাহিদা অনুযায়ী আপনি কি চাচ্ছেন সে বিষয়ে সার্চ বাক্সে ২ থেকে ৩ টি শব্দ টাইপ করার সাথে সাথেই Google algorithm আপনার চাহিদা অনুযায়ী নিচে অনেকগুলো অপশন শো করতেছে।
যেহেতু Google algorithm সাধারণ মানুষের চাহিদার সার্চগুলো নিচে শো করেছে, তাই আপনাকে ধরে নিতে হবে এই কিওয়ার্ড গুলোর উপর ব্যবহারকারীর চাহিদা রয়েছে।
এভাবে আপনারা সঠিক কিওয়ার্ড বের করে SEO, ব্লগিং, ইউটিউব ভিডিও, ই-কমার্স প্রোডাক্ট, ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন ইত্যাদি, এগুলোতে ব্যবহার করতে পারেন।
কিওয়ার্ড রিসার্চ টুলস ব্যবহার করুন
বর্তমানে কিওয়ার্ড রিসার্চ করার জন্য অনেক অনেক জনপ্রিয় টুলস রয়েছে, সেই জনপ্রিয় টুলস গুলোর মধ্য থেকে এই এই আর্টিকেলে অন্যতম একটি সেরা ফ্রি টুলস নিয়ে আলোচনা করব।
এই আর্টিকেল এর মাধ্যমে আপনার কিওয়ার্ড রিসার্চ করার জন্য জনপ্রিয় একটি ফ্রি টুলস নিয়ে আলোচনা করব, সেই টুলস ব্যবহার করে আপনারা Google, Bing, YouTube, Amazon এছাড়াও আরো অনেকগুলো সার্চ ইঞ্জিনের কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন।
চলুন জেনে নেই ফ্রি কিওয়ার্ড রিসার্চ করার টুলস সম্পর্কে_
টুলস ব্যবহারের সঠিক নিয়ম
Google keyword planner ও free keyword generator by ahrefs থেকেও আপনারা সঠিক কিবোর্ড বের করতে পারেন।
এখন আমরা Free keyword generator by ahrefs টুলস ব্যবহার করার সঠিক নিয়ম আপনাদেরকে বুঝিয়ে দেবো চলুন জেনে নেই।
প্রথমেই আপনাদেরকে Google বা Chrome browser (open) করতে হবে, (open) করার পর সার্চ বক্সে আপনাদেরকে ahrefs এই নামটি লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর আপনাদের সামনে এমন একটি ওয়েবসাইট চলে আসবে।

উপরের ছবিটিতে আপনারা যে ওয়েবসাইটটি দেখতে পারতেছেন সেই ওয়েবসাইট টিতে আপনাদেরকে প্রবেশ করতে হবে, ওয়েব সাইটটিতে প্রবেশ করার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে।

এখানে আপনারা sign up করে বিভিন্ন প্যাকেজ করার মাধ্যমে ওরা তাদের pet টুলস গুলো ব্যবহার করতে পারেন।
এছাড়াও এই ওয়েব সাইটটি সম্পূর্ণ ফ্রিতে কিছু টুলস ব্যবহার করার সুযোগ দিয়ে থাকে, তাদের ফ্রি টুলস গুলো ব্যবহার করার জন্য আপনাদেরকে স্ক্রল করে একদম নিচের দিকে যেতে হবে।

স্ক্রল করে নিচের দিকে আসার পর আপনারা (Free SEO tools) নামক একটি অপশন দেখতে পারবেন, আপনাদেরকে সেই অপশন থেকে Keyword Generator নামক অপশনটিতে ক্লিক করতে হবে।
ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে,

এখানে আপনারা Google, Bing, YouTube, Amazon এই চারটি সার্চ ইঞ্জিন দেখতে পারতেছেন, এই (Free keyword generator) অপশনটি থেকে আপনারা এই সার্ভিস ইঞ্জিনের কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন।
কিওয়ার্ড রিসার্চ করার সঠিক নিয়ম
আপনারা যেহেতু ব্লগিং এর জন্য কিওয়ার্ড রিসার্চ করতে চান, তার জন্য আপনাদেরকে Google অপশনটি সিলেক্ট করতে হবে।
সিলেক্ট করার পর নিচে (United States) এই অপশনটি থেকে আপনাদেরকে (country) সিলেট করে নিতে হবে, যদি আপনাদের (country) Bangladesh হয়ে থাকে তাহলে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে নিবেন।
আর যদি আপনাদের India হয়ে থাকে তাহলে আপনারা ইন্ডিয়া সিলেক্ট করে নিবেন। সিলেক্ট করার পর উপরে থাকা (Enter keyword) অপশনটিতে আপনাদের কিওয়ার্ড টি লিখতে হবে। ঠিক এরকম করে_

ঠিক এরকম করে (country) সিলেক্ট করার পর আপনাদের কিওয়ার্ড টি ভালোভাবে টাইপ করে (Find keywords) অপশনটিতে ক্লিক করতে হবে।

ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে সেখানে আপনারা দেখতে পারবেন, কোন কিওয়ার্ড টি মাসে কতবার সার্চ করা হয়, কোন কিওয়ার্ডটির প্রতিযোগিতা কম, এবং কিওয়ার্ড সঠিক কিনা তা যাচাই করে সঠিক কিওয়ার্ড নির্বাচন করতে পারেন।
আশা করছি আপনারা এই টুলস ব্যবহার করার সঠিক নিয়ম সম্পর্কে বুঝতে পেরেছেন, তবুও আপনাদের যদি কোন সমস্যা হয়ে থাকে সেই সমস্যা সমাধানের জন্য আপনারা আমাদের এই ভিডিওটি দেখতে পারেন।
কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় জেনে নিন FAQ’s:
যেকোনো অনলাইন কন্টেন্ট, ওয়েবসাইট বা ব্যবসার মূল টার্গেট হলো সঠিক দর্শকদের আকর্ষণ করা। আর এই সঠিক দর্শকরাই আসলে আপনার কনটেন্ট খুঁজে পাবে কিওয়ার্ড এর মাধ্যমে, এর জন্য অনলাইন কনটেন্ট, ওয়েবসাইট বা ব্যবসার জন্য কিওয়ার্ড রিসার্চ করা গুরুত্বপূর্ণ।
কিওয়ার্ড হলো সেই শব্দ (word) যেগুলো সাধারণ মানুষ সার্চ ইঞ্জিনে লিখে তথ্য, পণ্য বা সেবা খুজে থাকে সেগুলোকে কিওয়ার্ড বলে। উদাহরণ স্বরুপ: যেমন ১. ঘরে বসে অনলাইন থেকে টাকা ইনকাম করার উপায়। ২. সেরা স্মার্টফোন ২০২৫। ৩. সেরা লাভ লাভজনক অনলাইন ব্যবসা ইত্যাদি।
উপসংহার
এই আর্টিকেলের মাধ্যমে আমরা জানতে পারলাম কিওয়ার্ড রিসার্চ কি? কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়। একটি কথা অবশ্যই মনে রাখবেন যে বাংলাতে আর্টিকেল লেখার ক্ষেত্রে অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করে আর্টিকেল লিখতে হবে।
কিওয়ার্ড রিসার্চ করে আর্টিকেল লিখলে অল্প সময়ে আপনাদের আর্টিকেলগুলো গুগলের টপ রেঙ্কে চলে আসবে। যার ফলে আপনাদের ভিজিটর বাড়বে এবং ইনকামের সংখ্যাও বাড়বে।
আশা করছি আপনারা সকলেই ভালোভাবে বুঝতে পেরেছেন কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় এ সম্পর্কে। আর্টিকেলটি ভালো লাগলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন।
এবং আপনাদের যদি কোন প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারবেন, আপনাদের সমস্যার সমাধান দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য।