নতুন জিমেইল আইডি খোলার সঠিক নিয়ম জেনে নিন (আপডেট ২০২৬)
মোবাইল দিয়ে নতুন জিমেইল আইডি খোলার নিয়ম? (Rules for opening a new Gmail ID using mobile):
আপনারা কি একটি নতুন জিমেইল একাউন্ট তৈরি করতে পারছেন না? বা একটি নতুন জিমেইল একাউন্ট তৈরি করার সঠিক নিয়ম গুলো জানেন না? তাহলে আপনারা সঠিক আর্টিকেলে এসেছেন।
আজকের আর্টিকেলে আমরা আলোচনা করবো মোবাইল দিয়ে একটি নতুন Gmail Account খোলার সঠিক নিয়ম গুলো সম্পর্কে।
এবং আপনাদেরকে সঠিক নিয়মে বুঝিয়ে দেওয়া হবে, কিভাবে মোবাইল দিয়ে জিমেইল একাউন্ট তৈরি করতে হয়। প্রমাণ স্বরুপ: একটি নতুন জিমেইল একাউন্ট খুলে আপনাদেরকে দেখিয়ে দেব।
তাই আজকের আর্টিকেলটি আপনাদেরকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই করতে হবে।
আশা করছি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়লে আপনারা অবশ্যই জানতে পারবেন একটি নতুন জিমেইল একাউন্ট খোলার সঠিক নিয়ম গুলো।
আপনারা যদি ভিডিও দেখে টাকা ইনকাম করতে চান তাহলে আমাদের এই আর্টিকেলটির মাধ্যমে ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপস গুলো ব্যাবহার করে ডেইলি ইনকাম করতে পারেন।
ইনকাম করতে এখানে ক্লিক করুন, ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপস (২০২৫)
আমরা প্রথমেই জানব সম্পূর্ণ একটি নতুন জিমেইল একাউন্ট সঠিক নিয়মে তৈরি করলে কি কি সুবিধা পাওয়া যাবে বা জিমেইল একাউন্ট ব্যবহারের সুবিধা গুলো কি কি? চলুন জেনে নিই।
জিমেইল অ্যাকাউন্ট ব্যবহারে যা যা সুবিধা রয়েছে:
(Gmail) হলো বিশ্বের সেরা সার্চ ইঞ্জিন (Google) এর একটি সম্পূর্ণ ফ্রি (Email) পরিষেবা। এটি বর্তমানে বিশ্বের অন্যতম একটি জনপ্রিয় যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহারিত হচ্ছে।
অনলাইন জগতে এটি লঞ্চ করা হয় ২০০৪ সালে, ঠিক তখন থেকে এটি আপডেট করতে করতে বর্তমানে এটিতে ভালো মানের উন্নত ফিচার যোগ করা হয়েছে।
আপনারা জানলে অবাক হবেন, যে বর্তমানে এটি শুধু ইমেইল আদান-প্রদান করার কাজেই সীমাবদ্ধ নেই, বরং এটি বিশ্বের সেরা সার্চ ইঞ্জিন এর অন্যান্য সেবার সাথে যুক্ত থেকে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল পরিচয় অর্জন করেছে।
সঠিক নিয়মে একটি নতুন জিমেইল একাউন্ট তৈরি করতে হলে ব্যবহারকারীর নাম, জন্ম তারিখ ও মোবাইল নাম্বার ইত্যাদি তথ্যগুলো দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয়।
একজন ব্যবহারকারী এক একটি জিমেইল একাউন্ট থেকে ১৫ জিবি পর্যন্ত ফ্রি (cloud storage) পায়। এই ১৫ জিবি (cloud storage) আবার Gmail, Google drive ও Google photos এর মধ্যে ভাগ করা থাকে।
এছাড়াও জিমেইল ব্যবহারকারীরা Google docs, Google sheets, Google Slides, calendar, YouTube ইত্যাদি সেবাগুলো একই একাউন্টের সাহায্যে সহজেই ব্যবহার করতে পারেন।
তবে সে মেইল একাউন্টের অন্যতম একটি সেরা দিক হলো পেতে থাকা নিরাপত্তা ব্যবস্থা। এতে দুই স্তরের সুরক্ষা (Two-Factor Authentication) ব্যাবহার করা যায়।
(Two-Factor Authentication) এটি মূলত সাধারণ হ্যাকার দের থেকে আপনাদের অ্যাকাউন্ট পুরোপুরি সুরক্ষা রাখতে সাহায্য করে।
চলুন আর কথা না বাড়িয়ে আমরা জেনে নেই একটি নতুন জিমেইল আইডি কিভাবে খুলবো খোলার সঠিক ও নতুন নিয়ম গুলো সম্পর্কে।
নতুন জিমেইল আইডি কিভাবে খুলতে হয় জেনে নিন ২০২৬:

সঠিক নিয়মে একটি নতুন জিমেইল অ্যাকউন্ট খোলার জন্য আপনাদেরকে প্রথমত আপনাদের স্মার্টফোনে থাকা জিমেইল অ্যাপ্লিকেশনটি (open) করতে হবে।
জিমেইল অ্যাপ্লিকেশনটি (open) করার পর আপনাদের স্মার্টফোনের স্ক্রিনে একটি ইন্টারফেস চলে আসবে সেই ইন্টারফেস থেকে আপনারা প্রথমে তীর চিহ্নতে ক্লিক করবেন, এরপর (done) অপশনে ক্লিক করবেন।
(Done) অপসনে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে সেখান থেকে আপনারা (add an email address) নামক অপশনটিতে ক্লিক করে দিবেন।

(add an email address) নমক অপশনটিতে ক্লিক করার সাথে সাথেই আপনাদের স্মার্টফোনের স্ক্রিনে উপরোক্ত ছবি টির মতো একটি ইন্টারফেস শো করবে।
সেই ইন্টারফেস এ আপনারা প্রথমেই (Google) নামক একটি অপশন দেখতে পারবেন সেই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে।
ক্লিক করার সাথে সাথেই আপনাদেরকে একটি ইন্টারফেসে নিয়ে যাবে, নতুন ইন্টারফেসে যাওয়ার আগে আপনাদের স্মার্টফোনটি যদি লক করা থাকে তাহলে সেখানে আপনাদের স্মার্টফোনের প্যাটার্ন, পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে।
জিমেইল আইডি কিভাবে খুলবো?

প্যাটার্ন, পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে, এই ইন্টারপ্রেসে আসার পর আপনারা প্রথমেই (email or phone) নামক একটি অপশন দেখতে পারবেন।
আপনারা যেহেতু সঠিক নিয়মে একটি নতুন জিমেইল একাউন্ট তৈরি করতে চাচ্ছেন, তার জন্য আপনারা একটু নিচে (create account) নামক একটি অপশন দেখতে পারবেন সেই অপশনটিতে ক্লিক করতে হবে।

(create account) অপশনটিতে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে (for my personal use) ও (for work or my business) নামক দুইটা অপশন চলে আসবে।
আপনারা যদি আপনাদের জিমেইল একাউন্টটি ব্যক্তিগত ব্যবহারের জন্য তৈরি করতে চান, তাহলে (for my personal use) অপশনটি সিলেক্ট করতে হবে।
অথবা আপনারা যদি জিমেইল একাউন্টটি বিজনেস এর জন্য তৈরি করতে চান, তাহলে আপনাকে (for work or my business) অপশনটি সিলেক্ট করতে হবে।
যেহেতু আজকে আমরা ব্যক্তিগত ব্যবহারের জন্য একটি জিমেইল একাউন্ট খোলার সঠিক নিয়ম গুলো জানব তার জন্য আমরা (for my personal use) অপশনটি সিলেক্ট করে দিবো।

সিলেক্ট করার সাথে সাথেই আপনাদের সামনে এই রকম একটা ইন্টারফেস শো করবে। এই ইন্টারফেসে আপনারা নতুন দুইটি অপশন দেখতে পাচ্ছেন। 1.First name, 2.Optional name,
সেই অপশন থেকে আপনারা যে ব্যক্তির নামে জিমেইল একাউন্টটি তৈরি করবেন সেই ব্যক্তির নামের প্রথম অংশটুকু প্রথম অপশনটিতে দিতে হবে, এবং শেষের অংশটুকু দ্বিতীয় অপশনটিতে দিতে হবে।
দেওয়ার পর আপনারা নিচের দিকে (next) নামক একটি অপশন দেখতে পারবেন সেই অপশনটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে।
জিমেইল একাউন্ট খোলার সঠিক নিয়ম

ক্লিক করার পর আপনাদের সামনে (basic information) নামক একটি ইন্টারফেস শো করবে, সেই ইন্টারফেসে আপনাদের জন্ম তারিখ এবং লিঙ্গ সিলেক্ট করতে হবে।
জন্ম তারিখ ও লিঙ্গ সিলেক্ট করা হয়ে গেলে নিচের দিকে আপনারা আবারও (next) নামক একটি অপশন দেখতে পারবেন সেই অপশনটিতে ক্লিক করে দেবেন।

(Next) অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসে (username) নামক একটি অপশন রয়েছে।
সেই অপশনে আপনাদের জিমেইল একাউন্টের (username) টি দিতে হবে। অবশ্যই মনে রাখবেন (username) দেওয়ার ক্ষেত্রে small letter ব্যবহার করতে হয়।
সঠিকভাবে (username) টি দেওয়া হয়ে গেলে নিচে থাকা (next) অপশনটিতে আবারও ক্লিক করে দেবেন।

(Next) অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে (create a strong password) নামক একটি ইন্টারফেস শো করবে, সেই ইন্টারফেসে আপনাদের জিমেইলের পাসওয়ার্ড দিতে হবে।
অবশ্যই খেয়াল রাখবেন, আপনাদের জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড যেনো কেউ জানতে না পারে, অন্য কেউ আপনাদের জিমেইলের পাসওয়ার্ড জানতে পারলে আপনাদের একাউন্টটি হ্যাক করতে পারে।
আপনাদের জিমেইল অ্যাকাউন্টটি হ্যাকিং থেকে সুরক্ষা রাখতে আপনারা (two-step verification) অপশনটি চালু করতে পারেন।
এই (two-step verification) অপশনটি কিভাবে চালু করতে হয় এ সম্পর্কে আপনাদেরকে নিচে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।
তো আপনাদের জিমেইল একাউন্টের (password) দেওয়া হয়ে গেলে নিচে থাকা (next) অপশনটিতে ক্লিক করে দিবেন।

ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, এই ইন্টারফেস এ আসার পর নিচে থাকা (next) অপশনটিতে আবারও ক্লিক করে দিবেন।
ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে (privacy and terms) নামক একটি (note) শো করবে, চাইলে আপনারা সেই নোটিশ টি পড়ে নিতে পারেন।
নোটিশ টি একটু নিচের দিকে স্ক্রল করার পর আপনারা (i agree) নামক একটি অপশন দেখতে পাবেন সেই অপশনটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে।
(i agree) অপশনটিতে ক্লিক করার সাথে সাথেই আপনাদের জিমেইল অ্যাকাউন্টটি তৈরি করা হয়ে যাবে। এখন শুধুমাত্র আপনাদের জিমেইল একাউন্টটি তৈরি করা হলো।
চলুন এখন জেনে নিই জিমেইল অ্যাকাউন্ট ভেরিফাই করার সঠিক নিয়ম।
জিমেইল অ্যাকাউন্ট ভেরিফাই করার নিয়ম (২০২৬)
নতুন এবং পুরাতন জিমেইল একাউন্ট ভেরিফাই করার একই নিয়ম, তাই জিমেইল একাউন্ট ভেরিফাই করার জন্য আপনাদেরকে জিমেইল অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে।

ওপেন করার পর উপরের দিকে প্রোফাইল নামক একটি অপশন দেখতে পারবেন সেই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে।

এই ইন্টারফেস এ আসার পর আপনারা (manage your Google account) নামক একটি অপশন দেখতে পারতেছেন, সেই অপশনটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে।

ক্লিক করার পর আপনাদের সামনে উপরোক্ত ছবিটির মত একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা চাইলে (add recovery phone) টিতে ক্লিক করে।
আপনাদের জিমেইল একাউন্টটিতে একটি (recovery phone number) যোগ করতে পারেন। যোগ করার জন্য (add recovery phone) অপশনটিতে ক্লিক করতে হবে।
ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে, সেই ইন্টারফেস হয়ে আপনাদের ফোন নাম্বারটি দিয়ে (save) অপশনটিতে ক্লিক করতে হবে।
(save) অপশনটিতে ক্লিক করার সাথে সাথেই আপনাদের ফোন নাম্বারটি (recovery phone number) হিসেবে যোগ হয়ে যাবে।

যোগ করার পর অটোমেটিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেস থেকে উপরের অপশনটিতে আপনারা দেখতে পারবেন (your recovery email) অপশনটি।
আপনারা চাইলে (your recovery email) নামক অপশনটিতে ক্লিক করে (recovery number) এর পাশাপাশি একটি email ও যোগ করতে পারেন।
যোগ করার পর আপনাদেরকে ব্যাক অপশন এ ক্লিক করে চলে আসতে হবে। ব্যাক করে আসার পর আপনারা (security and sign-in) নামক একটি অপশন দেখতে পারবেন সেখানে ক্লিক করতে হবে।
Two step verification

ক্লিক করার সাথে সাথেই আপনাদেরকে অন্য আর একটি ইন্টারফেস এ নিয়ে যাবে, সেই ইন্টারফেসে যাওয়ার আপনাদেরকে একটু নিচের দিকে স্ক্রল করতে হবে।

নিচের দিকে কল করে আসার পর আপনারা (2-step verification) অপশনটি দেখতে পারবেন। সেই অপশনটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে।

ক্লিক করার পর আপনাদের স্মার্টফোনের পাসওয়ার্ড অথবা ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, দেওয়ার পর আপনাদেরকে উপরোক্ত ছবিটির মতো একটি ইন্টারফেসে নিয়ে যাওয়া হবে।
সেখানে আপনারা (add phone number) অপশন টি দেখতে পারবেন সেই অপশনটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে।

ক্লিক করার পর আপনাদের সামনে এরকম দুইটি অপশন চলে আসবে, সেই দুইটি অপশন থেকে আপনারা বামদিকের অপশনটিতে ক্লিক করে (country) দেশ সিলেক্ট করে নিবেন।
দেশ সিলেক্ট করার পর, ডান দিকের অপশনটিতে ক্লিক করে আপনারা যে ফোন নাম্বারটি দিয়ে (2-step verification) করতে চাচ্ছেন সেই ফোন নাম্বারটি দিয়ে দেবেন।
ফোন নাম্বার টি দেওয়ার পর (next) অপশনে ক্লিক করে দিবেন, (next) অপশনে ক্লিক করার পর আবারো দুইটি অপশন চলে আসবে সেখান থেকে আপনারা (save) অপশনটিতে ক্লিক করে দিবেন।

ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, এই ইন্টারফেসটি থেকে আপনারা (Done) অপশনটিতে ক্লিক করে দিবেন।
(Done) অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের একাউন্টটি (2-step verification) করা (complete) হয়ে যাবে।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী FAQ’S:
জিমেইল অ্যাপ্লিকেশনটি ওপেন করুন, হোম পেজ থেকে প্রোফাইল অপশন এ ক্লিক করুন এরপর (manage your Google account) অপশনে ক্লিক করুন, (security and sign-in) অপশন এ ক্লিক করুন, এরপর ইমেইল অথবা ফোন নাম্বার দিয়ে একাউন্ট রিকভারি করুন।
জিমেইল আইডির পাসওয়ার্ড ভুলে গেলে (Google account recovery) পেজে (accounts.google.com/signin/recovery) যান, ইমেইল লিখে (Forgot password) এ ক্লিক করুন, তারপর রিকভারি ফোন নাম্বার বা ইমেইল দিয়ে ভেরিফাই করে নতুন পাসওয়ার্ড সেট করুন।
স্মার্টফোনে থাকা জিমেইল অ্যাপ্লিকেশনটি ওপেন করুন, প্রোফাইল অপশন এ ক্লিক করুন, (manage your Google account) অপশন এ ক্লিক করুন, (security and sign-in) অপশনে ক্লিক করুন, এরপর (password) অপশনে ক্লিক করে সঠিক পাসওয়ার্ড দিয়ে (change password) অপশনে ক্লিক করে পাসওয়ার্ড পরিবর্তন করুন।
শেষ কথা
আর্টিকেলে যে নিয়মে একটি নতুন জিমেইল একাউন্ট তৈরি করা হয়েছে, আশা করছি সেই নিয়ম অনুযায়ী আপনারা যদি জিমেইল একাউন্ট তৈরি করতে পারেন।
তাহলে আপনাদের জিমেইল একাউন্ট টি সম্পূর্ণ সুরক্ষিত থাকবে, জিমেইল একাউন্ট সুরক্ষিত থাকার জন্য অবশ্যই আপনাদের ইউজারনেম বা নাম্বার পাসওয়ার্ড মনে রাখতে হবে।
মনে রাখতে অসুবিধা হলে আপনাদের ইউজারনেমেন বা নাম্বার পাসওয়ার্ড টি আপনাদের স্মার্টফোনের (notepad) এপ্লিকেশনে নোট করে রাখতে পারেন।
আর্টিকেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে ভুলবেন না। কারন আপনার একটি শেয়ারের মাধ্যমে যাতে অন্যরাও সঠিক নিয়মে একটি নতুন জিমেইল একাউন্ট তৈরি করতে পারে।
আর্টিকেলটি ভালো লাগলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আর্টিকেলে জড়িত কোন প্রশ্ন থাকলে সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না? কারণ আপনাদের সমস্যার সমাধান দেওয়াই হলো আমাদের মূল উদ্দেশ্য।
আমাদের অন্যান্য আর্টিকেল গুলো পড়ুন